
জেগে উঠুক মৃত সুন্নাহ্ সুন্নাহ্ জীবিতকরণ প্রকল্পে আপনিও শামিল হোন আর নয় ঔষুধ! আর নয় অলটারনেটিভ মেডিসিন!! আর নয় আধুনিক মেডিসিন!!! আর নয় ফাংশনাল ফুড!!!! সুন্নাহ্ ধরুন ঔষধমুক্ত জীবন গড়–ন জীবনে এ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক বহুধরণের চিকিৎসাসেবা চলে আসছে যুগে যুগে কালে কালে। চৌদ্দশত বছরের পূর্বে নবীজি (সঃ) এর হারিয়ে যাওয়া সুন্নাহগুলো দিয়ে দেহের রোগগুলোকে চিরতরে নির্মূল করতে বাংলাদেশে এই প্রথম চালু হয়েছে সুন্নাহপ্যাথিক চিকিৎসা পদ্ধতি। সুন্নাহ্প্যাথির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তব অর্থে সেবা কোন বিক্রয়যোগ্য পন্য বা সামগ্রী নয়। শুনতে অপ্রিয় লাগলেও সত্যিকারার্থে দুনিয়াব্যাপী এই সেবাগুলো কেজির দরে বিক্রি হচ্ছে। সুন্নাহ্প্যাথিক ওয়েল ফেয়ার ট্রাস্ট এর দৃষ্টিতে সেবা হচ্ছে মানবতার কল্যাণে কোন ধরনের দুনিয়াবি স্বার্থ বা শর্ত ছাড়াই স্বতঃস্ফুর্তভাবে নিবেদিত এক অঙ্গিকার। ৫৭০খ্রিস্টাব্দে নবীজি (সঃ) এর জন্মের চেতনায় মানুষের রোগমুক্তির অন্যতম হাতিয়ার নবীজি (সঃ) এর খাদ্যাভাস ও লাইফস্টাইল এর মাধ্যমে বিনা ঔষধে রোগমুক্তির এই চিকিৎসা সেবাকে দেশময় ও আর্ন্তজাতিক অঙ্গনে ছড়িয়ে দেয়ার এক চিন্তা- চেতনায় বা ব্রত থেকেই বাংলাদেশে এই প্রথম সুন্নাহ্প্যাথিক ওয়েল ফেয়ার ট্রাস্ট এর জন্ম। জনস্বাস্থ্য বিষয়ে সুন্নাহ্ভিত্তিক লাইফস্টাইল সচেতনতা বৃদ্ধির মাধ্যমে স্বাস্থ্য সুবিধাকে মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির কাছাকাছি নেওয়া সুন্নাহ্প্যাথিক ওয়েল ফেয়ার ট্রাস্ট এর উদ্দেশ্য।
T 01898341630
Email: sunnahpathicwelfaretrust@gmail.com
Your Company LTD
Street nr 100, 4536534, Chicago, US
Copyright Kallyas.net © 2016. All rights reserved.